বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী বিশ্বের সংস্কৃতিমন্ত্রীদের জন্য আইসেস্কো (ICESCO) সম্মেলনে যোগ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী।

উক্ত সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা বলেন, কোনো সংস্কৃতি অন্যের চেয়ে ভালো বা শ্রেষ্ঠ নয়। এটি কেবলমাত্র ভিন্নতা।
উপদেষ্টা একটি সক্রিয় আইসেস্কোর গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, সদস্য দেশগুলোর মধ্যে আরও কার্যকর ও সম্পৃক্ত সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন, যা প্রতিটি সদস্য রাষ্ট্রে একটি সৃজনশীল অর্থনীতি ও সংস্কৃতি-শিল্প গঠনে সহায়তা করবে।

বক্তব্যের শুরুতে উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের বীর বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সৌদি রাজপুত্র বদর বিন আব্দুল্লাহ বিন ফারহান আল সৌদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনটি উদ্বোধন করা হয়। এরপর ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মিগুয়েল অ্যাঞ্জেল মোরান্তিনোসসহ আরও অনেকে বক্তব্য দেন।