October 24, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে “গ্রাহক সেবা পক্ষ ২০২৫” উদযাপন

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডে “গ্রাহক সেবা পক্ষ ২০২৫” উদযাপন

Image

“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে ১৯ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত “গ্রাহক সেবা পক্ষ” পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ ৯টি শাখা কার্যালয়ে সকাল ৯টায় সেবা পক্ষ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএমএল এর চেয়ারম্যান জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরুল হুদা, আইসিএমএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাজেদা খাতুন, আইএমসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তার, এবং আইএসটিসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জনাব মোহাম্মদ অতুল মণ্ডল, আইসিবি’র মহাব্যবস্থাপক, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইসিএমএল এর প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, বিনিয়োগকারী এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহক সেবার মানোন্নয়নের মাধ্যমে দেশের মূলধন বাজারকে আরও শক্তিশালী ও বিনিয়োগবান্ধব পরিবেশে রূপান্তর করাই আইসিএমএল-এর মূল লক্ষ্য। “গ্রাহক সেবা পক্ষ” কর্মসূচি বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের পাশাপাশি সেবার মান বৃদ্ধি ও আর্থিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Scroll to Top