October 25, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের উদ্যোগে স্টার্টআপ কোম্পানির সাথে মতবিনিময়

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের উদ্যোগে স্টার্টআপ কোম্পানির সাথে মতবিনিময়

Image

পুঁজিবাজার থেকে অর্থায়নের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরতে স্টার্টআপ কোম্পানিগুলোর সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল)। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১০টায় রাজধানীতে আইসিএমএল-এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোক্তা ও ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। আইসিএমএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাজেদা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ মতবিনিময় সভায় দেশের সম্ভাবনাময় ৩০টি স্টার্টআপ কোম্পানির ফাউন্ডার ও কো-ফাউন্ডারগণ অংশগ্রহণ করেন। আলোচনায় স্টার্টআপ কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির সম্ভাবনা, ভবিষ্যৎ করণীয় এবং নীতিগত সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অতিথিবৃন্দ এবং স্টার্টআপ উদ্যোক্তারা মনে করেন, পুঁজিবাজারের মাধ্যমে অর্থায়নের সুযোগ বৃদ্ধি পেলে স্টার্টআপ ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে এবং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি হবে। সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Scroll to Top