October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আইএইচজি’র ‘গিভিং ফর গুড মান্থ’ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান আয়োজন করছে বিশেষ দাতব্য ডিনার “জয় অব গিভিং”

আইএইচজি’র ‘গিভিং ফর গুড মান্থ’ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান আয়োজন করছে বিশেষ দাতব্য ডিনার “জয় অব গিভিং”

Image

প্রতিবছর সেপ্টেম্বর মাসে IHG Hotels & Resorts বিশ্বব্যাপী আয়োজন করে Giving for Good Month, একটি মহৎ উদ্যোগ যা সহকর্মী, হোটেল ও অংশীদারদের একত্রিত করে স্বেচ্ছাসেবামূলক কাজ, তহবিল সংগ্রহ ও কমিউনিটি সহায়তার মাধ্যমে ইতিবাচক প্রভাব সৃষ্টির লক্ষ্যে। সূচনা থেকে এ উদ্যোগ কোটি কোটি মানুষের জীবনে ছুঁয়ে গেছে এবং IHG’র Journey to Tomorrow প্রতিশ্রুতিকে এগিয়ে নিচ্ছে—২০৩০ সালের মধ্যে ৩ কোটি মানুষের জীবন উন্নত করার অঙ্গীকার নিয়ে।

এই বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান সেপ্টেম্বর ২০২৫-এ আবারও আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ সামাজিক দায়িত্ব কর্মসূচি – চ্যারিটি ডিনার: “জয় অব গিভিং”। এ আয়োজনের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্য ও সুস্থতা উন্নীত করা এবং টেকসই উন্নয়নকে সমর্থন করা।

এই দাতব্য ডিনার হবে এমন এক সন্ধ্যা যেখানে উদ্দেশ্য আর উদযাপন একীভূত হবে। অতিথিরা উপভোগ করবেন এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ খাওয়ালদেহ-এর বিশেষ পরিবেশিত চমৎকার আন্তর্জাতিক বুফে। এর পাশাপাশি থাকবে সঙ্গীত পরিবেশনা, স্ট্যান্ড-আপ কমেডি, ম্যাজিক শো, এবং মজার স্কুল-এর শিশুদের মুগ্ধকর সাংস্কৃতিক উপস্থাপনা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ডিনারের সকল আয় সরাসরি সহায়তা করবে মজার স্কুল-কে, যা দোম্মো বাংলাদেশ ফাউন্ডেশন-এর একটি উদ্যোগ—সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, যত্ন ও ক্ষমতায়নের মাধ্যমে জীবনের রূপান্তরে কাজ করছে।

Scroll to Top