October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়ান হাইকমিশনের উদ্যোগে ব্যবসা পরিবেশ সূচক নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ান হাইকমিশনের উদ্যোগে ব্যবসা পরিবেশ সূচক নিয়ে উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত

Image

বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে অস্ট্রেলিয়া তার সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন।

অস্ট্রেলিয়ান হাইকমিশনের সহযোগিতায় পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) যৌথভাবে একটি উচ্চপর্যায়ের সংলাপের আয়োজন করে। সংলাপে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সংলাপে ‘বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স (বিবিএক্স)’— যা ২০২১ সালে প্রথম চালু হয়—এর নতুন ধাপের সূচনা নিয়ে আলোচনা হয়।

বিবিএক্স বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের জন্য বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়ন্ত্রক ও কার্যক্রমগত বাধাগুলো চিহ্নিত করতে সহায়ক হবে। সংলাপে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের নানা দিক এবং মাইক্রোইকোনমিক নীতি প্রণয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Scroll to Top