October 27, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়ান হাইকমিশনারের প্রশংসা: ব্র্যাকের উন্নয়ন সাফল্যে বিশেষ অবদান

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের প্রশংসা: ব্র্যাকের উন্নয়ন সাফল্যে বিশেষ অবদান

Image

বাংলাদেশে উন্নয়নের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ব্র্যাককে প্রশংসা জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ব্র্যাক দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানবাধিকার, সামাজিক ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, পরিবেশ ও দুর্যোগ প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার কৌশলগত অংশীদারিত্ব চুক্তির (Strategic Partnership Arrangement) মাধ্যমে ব্র্যাকের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই অংশীদারিত্বের আওতায় ব্র্যাক বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের জন্য জীবন পরিবর্তনকারী কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে মানবাধিকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা প্রদান, জীবিকা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ প্রস্তুতি নিশ্চিত করা হচ্ছে।

Scroll to Top