March 14, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • অমর একুশে বইমেলায় শত প্রচ্ছদ অঙ্কনের বিশেষ সম্মাননা পেলেন এম. সাফাক হোসেন

অমর একুশে বইমেলায় শত প্রচ্ছদ অঙ্কনের বিশেষ সম্মাননা পেলেন এম. সাফাক হোসেন

Image

অমর একুশে বইমেলা ২০২৫ শেষ হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে। এবারের বইমেলায় প্রথমবারের মতো প্রচ্ছদ অঙ্কনের জন্য সম্মাননা প্রদান করেছে সুনামধন্য প্রকাশনা সংস্থা “পালক পাবলিশার্স”।

এই বিশেষ সম্মাননা পেয়েছেন এম. সাফাক হোসেন, যিনি দীর্ঘ ১৪ বছর ধরে বইমেলার জন্য প্রচ্ছদ অঙ্কনের কাজে যুক্ত রয়েছেন। সম্মাননা প্রদান করেন পানি সম্পদ ও জলবায়ু বিশেষজ্ঞ ও প্রফেসর ইমেরাটাস ডাঃ আইনুন নিশাত|

২০২৫ পর্যন্ত বইমেলা উপলক্ষে তিনি মোট ১০৪টি বইয়ের প্রচ্ছদ অঙ্কন করেছেন, যা তাঁকে প্রকাশনা শিল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুধুমাত্র প্রচ্ছদ শিল্পীই নন, তিনি একজন লেখক হিসেবেও পরিচিত। এ পর্যন্ত তিনি ৫টি বই রচনা করেছেন এবং ভবিষ্যতে গবেষণাধর্মী বই লেখার পরিকল্পনা করছেন, যা তরুণ সমাজের মোটিভেশন ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।

এম. সাফাক হোসেন একজন একাডেমিশিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে শিক্ষকতা করছেন এবং বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লিখে থাকেন।

পালক পাবলিশার্সের কর্ণধার, খ্যাতিমান ছড়াকার ও লেখক ফরকান আহমেদ মনে করেন নতুন প্রজন্মকে বইমেলায় যুক্ত করার জন্য শুধুমাত্র লেখালেখি নয়, ডিজাইনসহ বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত করাও গুরুত্বপূর্ণ।

প্রকাশনা জগতে ৩৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা পালক পাবলিশার্স এ পর্যন্ত প্রায় পঞ্চাশ লাখেরও বেশি বই মুদ্রণ করেছে এবং প্রায় পাঁচ হাজার নতুন লেখকের বই প্রকাশ করেছে। তাদের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে তরুণ ডিজাইনারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Scroll to Top