হারল্যান স্টোরের আরেকটি আউটলেট, আরেকটি মাইলফলক। দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর ‘হায়দ্যান স্টোর’-এর সফলতা অর্জনের গল্পে যুক্ত হলো নতুন আরেকটি অধ্যায়।
রাজধানী ঢাকার উত্তরায় জসীমউদ্দিম সরণিতে অবস্থিত আরএকে টাওয়ারে গত সোমবার, ২৮ তারিখ, ২০২৫ তারিখে হারল্যান স্টোরের এই আউটলেটটি উদ্বোধন করেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক ইমন এবং জনপ্রিয় চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গিয়াস উদ্দীন বিশ্বাসসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে জনপ্রিয় চিত্রনায়িকা মেহজাবীন চৌধুরী উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘শতভাগ অথেনটিক কসমেটিকস প্রোডাক্ট গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারছে বলেই হারল্যান স্টোর দেশের নাম্বার ওয়ান কসমেটিকস স্টোর। আমি আশা করি, হারল্যান নিজেকেই ছাড়িয়ে যাবে প্রতিনিয়ত। আর এই ধারাবাহিকতায়ই উত্তরার এই নতুন আউটলেটটি ওপেন করা হয়েছে। হারল্যান স্টোরের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’
রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, মামনুন হাসান ইমন তার বক্তব্যে বলেন, ‘অথেনটিক, লাক্সারি কসমেটিকস ব্র্যান্ডের জন্য সবার প্রথম পছন্দ হারল্যান স্টোর। কেননা, আমরা প্রতিটি মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি। শুরু থেকেই হারল্যান স্টোর নকল ও ভেজাল পণ্যের প্রভাব থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটিতে হারল্যান স্টোরের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গিয়াস উদ্দিন বিশ্বাস এই বিষয়ে আলোকপাত করেন, ‘শতভাগ অথেনটিক ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলো ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমেই। রিমার্ক হারল্যান দেশের প্রতিটি প্রান্তে বিশ্বমানের কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য ছড়িয়ে দিচ্ছে।’
বিশেষভাবে উল্লেখ্য যে, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির সাথে আরও অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব। দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে