ভারতের মুম্বাইয়ে জমকালো গালা ডিনারের আয়োজন করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। ভ্রমণ, সাফল্য ও অংশীদারিত্বের অনন্য যাত্রাকে উদযাপন করতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০-রও বেশি বিশিষ্ট অতিথি।


অনুষ্ঠানে মালয়েশিয়া এয়ারলাইন্সের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর দাতুক ক্যাপ্টেন ইজহাম ইসমাইল এবং চিফ কমার্শিয়াল অফিসার মি. ডার্সেনিশ আরেসান্দিরান যোগ দেন। এছাড়া মুম্বাইস্থ মালয়েশিয়ান দূতাবাসের কনসাল জেনারেল মি. আহমাদ জুওয়াইরি ইউসফের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।


সন্ধ্যাটি মূলত উৎসর্গ করা হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের ভারতীয় ভ্রমণ এজেন্টদের সম্মান জানাতে, যাদের অবিচল সমর্থন ভারতের বাজারে এয়ারলাইন্সটির অবস্থান আরও শক্তিশালী করেছে। অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সেরা অংশীদারদের হাতে তুলে দেওয়া হয় টপ এজেন্ট অ্যাওয়ার্ড।


অনুষ্ঠানে অতিথিরা উপভোগ করেন আকর্ষণীয় “টাইম ফর মালয়েশিয়া এয়ারলাইন্স” ফটোবুথ, যেখানে তাঁরা স্মৃতি বন্দি করে সাথে নিয়ে যান বিশেষ স্মারক।

এই গালা ডিনার শুধুমাত্র একটি সামাজিক আয়োজন নয়—এটি ছিল শক্তিশালী অংশীদারিত্বের প্রতি শ্রদ্ধা, যা মালয়েশিয়া এয়ারলাইন্সকে সারা বিশ্বকে মালয়েশিয়ার সাথে সংযুক্ত করতে সহায়তা করছে এবং দেশের ভিজিট মালয়েশিয়া ২০২৬ অভিযানের স্বপ্নকে এগিয়ে নিচ্ছে।