March 15, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী তারুণ্য মেলা শুরু 

রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ দিনব্যাপী তারুণ্য মেলা শুরু 

Image

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুণ্যের প্রতীক ৩৬ জুলাই স্মরণে রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী তারুণ্য মেলা (Youth Festival)-২০২৫।

মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) সকাল ১০টায় রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এইচ.এম. আনোয়ার উল্লাহ্। অষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ও অভিভাবকরা।

মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৫টি স্টল রয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শন, স্থানীয় ঐতিহ্য এবং সাহিত্য সংস্কৃতি উপস্থাপন, স্থানীয়ভাবে তৈরি খাদ্য সামগ্রী প্রদর্শন, শীতকালীন হরেক রকম পিঠা-পুলির আয়োজন করেছে।

মেলা চলবে ১৪ থেকে ১৬ জানুয়ারি প্রতিদিন বেলা ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

মেলা আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষার্থীদের উদ্যমী ও সৃজনশীল কাজের প্রতি উৎসাহিত করবে।

এছাড়া আগামী ১৯ জানুয়ারি ২০২৫ বিদ্যালয় অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও তাদের পরিবারদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Scroll to Top