রাঙ্গামাটি প্রতিনিধিঃ
২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এই সময় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলার ইউএনও রিফাত আসমা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় স্বাধীনতা দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়।
বক্তারা দেশকে বাঁচিয়ে রাখতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করতে সকলের সচেতন সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে দেশের স্বাধীনতার ইতিহাস শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে উপস্থাপন করার আহ্বান জানানো হয়।