March 15, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ, দাম নিম্মমুখী খাতুনগঞ্জে স্বস্তির আভাস

রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ, দাম নিম্মমুখী খাতুনগঞ্জে স্বস্তির আভাস

Image

চট্টগ্রাম প্রতিনিধিঃ

দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জে রমজানের অতিপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত আমদানি সম্পন্ন হয়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় এরই মধ্যে কিছু পণ্যের দামও নিম্মমুখী। তবে কারসাজির শঙ্কা উড়িয়ে দেননি ভোক্তা অধিকার নেতারা। তারা বলছেন, বিগত কয়েক বছরের ন্যায় অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে দাম বৃদ্ধির পাঁয়তারা করতে পারে। এ কারণে বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “রমজান ঘিরে বাজার কারসাজি করে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি রেওয়াজে পরিণত হয়েছে। এবার কারসাজি রোধ করতে আগে থেকেই বাজার মনিটরিং বৃদ্ধি এবং প্রশাসনের অভিযান জোরদার করতে হবে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন জানান, “রমজানের অতিপ্রয়োজনীয় সব পণ্য আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত মজুত রয়েছে, আশা করছি রমজানে কোনো পণ্যের সংকট হবে না। এরই মধ্যে বেচাবিক্রি শুরু হলেও ফেব্রæয়ারির প্রথম সপ্তাহ থেকে পুরোদমে ক্রেতাদের আনাগোনা শুরু হবে।

জানা গেছে, রমজান শুরুর আড়াই থেকে তিন মাস আগে থেকেই খাতুনগঞ্জে রমজানের প্রস্তুতি শুরু হয়। এবার আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বৃদ্ধি, এলসি সমস্যাসহ নানান জটিলতার কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই আমদানি ও গুদামজাতকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন ব্যবসায়ীরা।

রমজানে চিনির চাহিদা বৃদ্ধি পায়। বিগত বছরগুলোতে রমজান এলেই চিনির মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যায়। এবার চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরা আগে থেকেই চিনি আমদানি ও গুদামজাত করেছেন।
একইভাবে রমজানের চাহিদার কথা বিবেচনা করে অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ থেকে কমপক্ষে ৭০ হাজার টন ছোলা আমদানি করা হয়েছে। আলজেরিয়া, তিউনিসিয়া, দুবাই ও সৌদি আরব থেকে পর্যাপ্ত খেজুর আমদানি করা হয়েছে। ভারত, মায়ানমার, পাকিস্তান, চীন থেকে পেঁয়াজ, হলুদ, আদা, চিনি, গম এবং ভোজ্য তেল আমদানি করা হয়েছে। এছাড়াও রমজানে সাদা মটর, মসুর ডাল, চিড়ার পর্যাপ্ত আমদানি হয়েছে।

পর্যাপ্ত মজুতের সুফল বাজারে পড়তে শুরু করেছে। গত কয়েকদিন ধরে হাতে গোনা কয়েকটি পণ্য ছাড়া প্রায় সব পণ্যের দাম কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা কমেছে। এরই মধ্যে রমজানকেন্দ্রিক কিছু ক্রেতার আনাগোনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই পুরোদমে বেচাবিক্রি শুরু হবে।

Scroll to Top