IHG Impact Awards 2024-এ দক্ষিণ-পশ্চিম এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র জেনারেল ম্যানেজার মি. আশ্বিনী নায়ার “Torch Bearer Award” অর্জন করেছেন। একই অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মি. নাজমুল হুদা “Unsung Hero Award” অর্জন করেছেন।
এই সম্মাননা IMEA (India, Middle East & Africa) Region-এ অসাধারণ নেতৃত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে। IHG Hotels & Resorts প্রতি বছর এই পুরস্কার প্রদান করে, যা স্বতন্ত্র কর্মদক্ষতা, নেতৃত্ব এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার অনন্য প্রচেষ্টার প্রতিফলন।
Torch Bearer Award হলো IHG-এর সর্বোচ্চ সম্মাননা, যা অসাধারণ নেতৃত্ব, ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি এবং অতিথি সন্তুষ্টির জন্য প্রদান করা হয়। মি. আশ্বিনী নায়ার দক্ষ নেতৃত্বের মাধ্যমে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-কে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
অন্যদিকে, Unsung Hero Award সেইসব কর্মীদের জন্য, যারা নেপথ্যে থেকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মি. নাজমুল হুদা তার দায়িত্বশীলতা ও মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতার জন্য এই সম্মান অর্জন করেছেন।
এই কৃতিত্বের জন্য IHG Hotels & Resorts কর্তৃপক্ষ দুইজন বিজয়ীকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতেও তাদের নেতৃত্ব ও উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে।