March 15, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

Image

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি, ২০২৫) বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

দ্বিপাক্ষিক এই বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্রাজিল আমাদের দুধ উৎপাদনে সহযোগিতা করতে চায়। ব্রাজিল কৃষির দিক থেকে উন্নত ও অনেক এগিয়ে আছে। ব্রাজিল থেকে আমরা চিনিসহ অনেক কিছু আমদানি করি।

তিনি বলেন, ব্রাজিলে বাংলাদেশের গার্মেন্টস পোশাক রপ্তানি হচ্ছে, সেটা আগামীতে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমরাও চাই বাংলাদেশের বাণিজ্য শিল্পে ব্রাজিলের প্রযুক্তির সহায়তা নিতে।

বাংলাদেশ থেকে গার্মেন্টসের জুট আমদানিতে ব্রাজিলে কিছু নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা ব্রাজিলের রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি জুটের এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে ফের জুট রপ্তানির মাধ্যমে দু’দেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করতে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খেলার বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। ব্রাজিল বাংলাদেশের খেলাধুলার মান আরও উন্নয়নে সহযোগিতা করতে রাজি আছে।

তিনি বলেন, বিশেষ করে বাংলাদেশের ফুটবলকে কীভাবে আরও বেশি উন্নত করা যায়, সেক্ষেত্রে ব্রাজিল সহযোগিতা করতে রাজি আছে। আগামী দিনে আমাদের ফুটবলে ব্রাজিলের কোচ নিয়োগ নিয়েও আলোচনা করবো।

সূত্রঃ বাসস।

Scroll to Top