March 14, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বেংহাড়ী বনগ্রামে বিএনপির পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

বেংহাড়ী বনগ্রামে বিএনপির পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

Image

পঞ্চগড় জেলার ৩ নম্বর বেংহাড়ী বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় শুক্রবার (৭ মার্চ, ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বিএনপি এবং সদস্য সচিব, পঞ্চগড় জেলা শাখা বিএনপি। তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। স্থানীয় বাসিন্দারা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন, যার মধ্যে অবকাঠামো উন্নয়ন, কৃষি সহায়তা এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

Scroll to Top