March 15, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বিশ্ব ইন্টারনেট সম্মেলনে এআই নিরাপত্তা ও সুশাসন কর্মসূচি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বিশ্ব ইন্টারনেট সম্মেলনে এআই নিরাপত্তা ও সুশাসন কর্মসূচি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Image

বিশ্ব ইন্টারনেট সম্মেলনের (WIC) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষায়িত কমিটি (SC on AI) সম্প্রতি তাদের “এআই নিরাপত্তা ও সুশাসন কর্মসূচি” নিয়ে একটি সেমিনার আয়োজন করেছে।

এই সেমিনারে আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শীর্ষস্থানীয় এআই কোম্পানির ৩০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও গবেষক অংশ নেন, যা সরাসরি ও অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে ২০২৫ সালের এআই নিরাপত্তা ও সুশাসন কর্মসূচির কাজের পরিকল্পনা, গবেষণার কাঠামো এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে আলোচনা হয়।

সেমিনারটির সভাপতিত্ব করেন জেং ই, যিনি WIC SC on AI-এর চেয়ার এবং চীনের একাডেমি অফ সায়েন্সেসের অটোমেশন ইনস্টিটিউটের আন্তর্জাতিক এআই নৈতিকতা ও সুশাসন গবেষণা কেন্দ্রের পরিচালক। সেমিনারের সমাপ্তি বক্তব্য দেন ইউনিভার্সিটি অফ কেমব্রিজের AI: Futures and Responsibility Programme-এর পরিচালক সিয়ান ও’হেইগার্টি।

অনুষ্ঠানের শুরুতে WIC SC on AI-এর অফিস থেকে এক প্রতিনিধি কর্মসূচির ২০২৫ সালের কাজের পরিকল্পনা এবং বিভিন্ন ইভেন্টের সময়সূচি ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। এআই নিরাপত্তা ও সুশাসন কর্মসূচি ২০২৫ সালে দুটি মূল বিষয়ের উপর জোর দেবে: “এআই সুশাসন ও টেকসই উন্নয়ন” এবং “এআই নিরাপত্তা ও সুশাসনের জন্য বৈশ্বিক কাঠামো তৈরি”।

জেং ই বিস্তারিতভাবে গবেষণার কাঠামো ও কাজের বিবেচনার কথা তুলে ধরেন, বিশেষ করে টেকসই উন্নয়নের ক্ষেত্রে এআই-এর ভূমিকা এবং এর গবেষণা ও প্রয়োগের চ্যালেঞ্জ নিয়ে।

সেমিনারে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা এআই সুশাসন, আন্তর্জাতিক সহযোগিতা, এবং টেকসই উন্নয়নের পাশাপাশি এআই নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে মতামত শেয়ার করেন। বিশেষজ্ঞরা ডিজিটাল ও বুদ্ধিমত্তাগত বিভাজন দূর করা, ওপেন-সোর্স এআই উদ্ভাবনকে উৎসাহিত করা, এবং ডিজিটাল রূপান্তরে সহায়তার মতো বিষয় নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা এই কর্মসূচির গুরুত্ব এবং এআই সুশাসন ও টেকসই উন্নয়ন নিয়ে যৌথ গবেষণার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। তারা বিশ্বব্যাপী মতৈক্য গড়ে তোলার এবং টেকসই ও ন্যায্য উপায়ে এআই-এর সুবিধা মানুষের জন্য নিশ্চিত করতে WIC SC on AI-এর ভূমিকা বাড়ানোর প্রস্তাব দেন।

এই সেমিনার এআই সুশাসন ও নিরাপত্তার বিষয়ে বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে এক নতুন দিগন্তের সূচনা করেছে।

সূত্রঃ World Internet Conference.

Scroll to Top