বাংলাদেশ গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাবে রবিবার (৯ মার্চ, ২০২৫) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সম্মিলিত পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।




উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন চৈতী গ্রুপের চেয়ারম্যান এবং সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম, সম্মিলিত পরিষদের সভাপতি এবং বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক মন্ত্রী ও বিজিএমইএর সাবেক সভাপতি রেদোয়ান আহমেদ, রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কপিল উদ্দিন আহমেদ, বিজিএমইএর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবুদ্দিন আহমেদ, বিজিএমইএর সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলামসহ দেশের গার্মেন্টস শিল্পের শীর্ষ নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।




সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম বলেন, “আসন্ন নির্বাচনে জয়ী হলে পরিকল্পিতভাবে গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে যাবে সম্মিলিত পরিষদ।” তিনি আরও বলেন, “সরকার যদি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করে, তাহলে আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে। এতে আরও ৩৯ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।”


উক্ত মাহফিল শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের উন্নতি, গার্মেন্টস খাতের সমৃদ্ধি এবং শ্রমিকদের কল্যাণ কামনা করা হয়।