March 15, 2025

শিরোনাম
  • Home
  • পরিবেশ
  • পহেলা বৈশাখে চূড়ান্ত নদ-নদীর তালিকা প্রকাশের পরিকল্পনা

পহেলা বৈশাখে চূড়ান্ত নদ-নদীর তালিকা প্রকাশের পরিকল্পনা

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা করেছেন যে আগামী পহেলা বৈশাখে দেশের নদ-নদীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, এই তালিকায় স্থানীয় নামসহ নদ-নদীর তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫) ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত ‘নদ-নদী ও পানির ব্যবস্থাপনা’ বিষয়ক এক বিশেষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, “বিভাগীয় কমিশনারদের কাছ থেকে আমরা ইতোমধ্যে প্রায় ১,১০০ নদ-নদীর খসড়া তালিকা পেয়েছি। এই তালিকা যাচাই-বাছাই করে ৬৪ জেলায় খাল এবং নদ-নদীর সীমানা নির্ধারণ করা হবে, যাতে দখল রোধ করা যায়।”

ঢাকার চারপাশের চারটি নদীসহ প্রতিটি বিভাগের একটি নদী দখল এবং দূষণমুক্ত করার পরিকল্পনার বিষয়ে তিনি জানান, এই কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।

বিশেষ সম্মেলনে বাপার সহ-সভাপতি অধ্যাপক ড. এম শহীদুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের বৈশ্বিক সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। সারাদেশ থেকে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা এই সম্মেলনে অংশ নেন।

Scroll to Top