March 15, 2025

শিরোনাম

ঢাকায় কাতারের জাতীয় দিবস উদযাপন

Image

মঙ্গলবার (১৭ ডিসেম্বর, ২০২৪) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সুরাইয়ে আলী আল-কাহতানি তার দেশের জাতীয় দিবস ও কাতারের স্থপতি আমির শেখ জসিম বিন মুহাম্মদ বিন সানির স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশ ও কাতারের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে দুই দেশের ‘গভীর সম্পর্কের গৌরবময় অভিযাত্রার’ কথা স্মরণ করেন রাষ্ট্রদূত আল-কাহতানি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কাতারের রাষ্ট্রদূত সুরাইয়ে আলী আল-কাহতানি বলেন, ‘কাতার জাতীয় দিবস আপনাদের সঙ্গে উদযাপন করতে পেরে আমি খুব আনন্দিত।’

রাষ্ট্রদূত বলেন, শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে কাতার রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রের ‘সাফল্য’ অর্জন করে চলেছে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ৪ লাখের বেশি বাংলাদেশি কাতারে কাজ করছেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড আসিফ নজরুল, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা।

তিনি বলেন, কাতারে প্রবাসী বাংলাদেশিরা দুদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কাতারে দক্ষ কর্মী পাঠানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার।

আসিফ নজরুল বলেন, “আজকের আয়োজনের মাধ্যমে আমরা কাতারের অভাবনীয় অর্জনগুলোর যেমন উদযাপন করছি, তেমনি দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে স্থায়ী বন্ধন সম্পর্কেও আলোকপাত করছি।”

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জ আব্বাস ও ড মঈন খান، জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ারসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও কাতার এয়ারওয়েজ, কাতার চ্যারিটি এবং কাতার রেড ক্রিসেন্টও এই উদযাপনে অংশ নেয়।

Scroll to Top