জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সমাজে সত্যিই অনেক ডেভিল (শয়তান) রয়েছে। অপারেশন ডেভিল হান্টে যদি সত্যিকারের ডেভিলরা হান্ট হয় (ধরা পড়ে), তবে দেশের ১৮ কোটি মানুষ যৌথ বাহিনীসহ অভিযানকারীদের জন্য দোয়া করবে এবং সাথে থাকবে।’
রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) সিলেটের সোলেমান হলে সিলেট মহানগর জামায়াতের শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি ভালো ছিল না। কখনো কিছুটা ভালো হয়েছে, আবার কখনো খারাপ হয়েছে। তবে খুব ভালো কখনো হবে না, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত সঠিক না হবে। ওই সিদ্ধান্ত যখন সঠিক ও সততার সঙ্গে হবে, তখনই কেবল আইনশৃঙ্খলা নয়, দেশের সামগ্রিক অবস্থার উন্নতি হবে। এর সঙ্গে সবকিছুই সম্পৃক্ত।’
জামায়াত আমির বলেন, ‘যারা আন্দোলনকারীদের ওপর গুলি করেছে, তাদের বিচার হতেই হবে। তারা দুর্বৃত্ত। তবে আমরা দেশে কোনো বিশৃঙ্খল পরিবেশ চাই না।’