March 14, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • গাজীপুরে মাসব্যাপী ইফতার আয়োজন করলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি

গাজীপুরে মাসব্যাপী ইফতার আয়োজন করলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি

Image

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছেন। গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ী মাঠে এ আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ একসঙ্গে ইফতার করার সুযোগ পাবেন।

রমজানের প্রথম দিনে মঞ্জুরুল করিম রনি নিজেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইফতার করেন।

এই মহতী উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং অনেকে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। মাসব্যাপী এই ইফতার আয়োজনের মাধ্যমে গাজীপুরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

Scroll to Top