March 15, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ওয়াশিংটনে উইমেন ফেলোশিপ ফাউন্ডেশনের নেতার সাথে জায়মা রহমানের ফলপ্রসূ বৈঠক

ওয়াশিংটনে উইমেন ফেলোশিপ ফাউন্ডেশনের নেতার সাথে জায়মা রহমানের ফলপ্রসূ বৈঠক

Image

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার জাইমা রহমান উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেতা রেবেকা ওয়াগনার ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের সাথে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

Scroll to Top