মঙ্গলবার (২৮ জানুয়ারী, ২০২৫) ঢাকার গুলশানে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে এফবিসিসিআই এবং নেপালি মিশনের সফররত প্রতিনিধিদলের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
বাংলাদেশের বিনিয়োগ প্রচার কৌশল এবং অর্থনৈতিক উন্নয়ন উদ্যোগগুলি অধ্যয়ন ও বোঝার পাশাপাশি পারস্পরিক অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতার পথ অন্বেষণের জন্য জাইকার নির্দেশনা ও সহযোগিতায় এই মিশনটি গঠিত হয়েছে।
নেপালী বিনিয়োগ বোর্ডের সিইও জনাব সুশীল গিয়াওয়ালি, নেপালের ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্টস ম্যানেজমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব পদম অলি, নেপালী স্পেশাল ইকোনমিক জোন অথরিটির আন্ডার সেক্রেটারি জনাব তুলসীরাম মারাসিনি, এফবিসিসিআই-এর প্রাক্তন পরিচালক জনাব বোজলুর রহমান এবং নাসরীন ফাতেমা আউয়াল, এফবিসিসিআই-এর সাধারণ পরিষদের সদস্য জনাব হুমায়ুন রশিদ, জনাব জাকির হোসেন নয়ন, জনাব জাকির হোসেন, মোঃ সালাউদ্দিন ইউসুফ, এফবিসিসিআই মহাসচিব মোঃ আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক উইংয়ের প্রধান মোঃ জাফর ইকবাল এনডিসি এবং অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন।