শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধান উপদেষ্টা ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন করেন। এ সময় তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার সাতজন লেখক ও সাহিত্যিক এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

এ বছরের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান : নতুন বাংলাদেশ নির্মাণ’। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “জুলাইয়ের চেতনায় নতুন রূপে আয়োজিত হয়েছে এবারের বইমেলা। একুশ আমাদের মূল সত্ত্বার পরিচয়, একুশে মানে জেগে ওঠা, একুশ আমাদের দৃঢ় বন্ধন।”
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাগত বক্তব্য প্রদান করেন।
বইমেলায় এবার ৭০৮ জন প্রকাশক অংশগ্রহণ করছেন। এর মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৬০৯টি স্টল সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয়েছে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪
গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য ১০ জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। তবে পরে ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। ২৯ জানুয়ারি নতুন করে সাতজনকে পুরস্কারের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
চূড়ান্ত তালিকা অনুযায়ী পুরস্কারপ্রাপ্তরা হলেন:
- মাসুদ খান (কবিতা)
- শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য)
- সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য)
- জি এইচ হাবীব (অনুবাদ)
- মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা)
- রেজাউর রহমান (বিজ্ঞান)
- সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)
পুরস্কারপ্রাপ্তরা তাদের সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বইমেলা ও পুরস্কার প্রদানের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নতুন মাত্রা যোগ হয়েছে।